এনবিটিভি ডেস্ক: মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল সভার পর সমস্বরে তাঁর সমালোচনায় সোচ্চার রাজ্যের সব বিরোধীরা।
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কথায়, আগামী বছর তৃণমূল সরকার থাকবে না। তাঁকে পথসভা করতে হবে। তাঁর অভিযোগ, রাজ্যে হিংসা বেড়েছে, নারী নির্যাতন, দুর্নীতি বেড়েছে, সন্ত্রাস বেড়েছে। রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই। বিরোধীদের নানাভাবে হেনস্থা করা হচ্ছে, মিথ্যে মামলায় জড়ানো হচ্ছে কর্মীদের। মানুষ এই অপশাসনের অবসান চান।
সিপিএমের সুজন চক্রবর্তীর মতে, এই সরকার মিথ্যাচার করছে। বিনামূল্যে রেশন থেকে কর্মসংস্থান, সব বিষয়েই অসত্য তথ্য দিচ্ছেন মুখ্যমন্ত্রী।
এই একই ধরনের বক্তব্য কংগ্রেসের অধীর চৌধুরী। তিনিও বলেন, আগাগোড়া অসত্য কথা বলে চলেছেন মুখ্যমন্ত্রী। গরিব মানুষরা নিদারুণ অভাবে রয়েছেন। কোনও সরকারি সাহায্য মিলছে না তাদের।