ইসলামী সঙ্গীতের যুবরাজ খ্যাত আ.ন.ম. মশিউর রহমানের করোনা পজিটিভ।

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

received_951439921946790

গাজী সালাহউদ্দীন। স্টাফ রিপোর্টার।

ইসলামী গানের জগতের মোড় পরিবর্তনকারী, হাজারো মুসলিম জনতার প্রানের স্পন্দন শিল্পী আ.ন.ম মশিউর রহমানের করোনা পজিটিভ এসেছে। তিনি বিগত ১০দিন যাবত জ্বর,সর্দি, কাশি সহ কয়েকটি করোনা উপসর্গে আক্রান্ত ছিলেন।কিন্তু উদ্যমী এবং সাহসী এ মানুষটি এটাকে সিরিয়াসলি নেন নাই। ভাবছিলেন ঠিক হয়ে যাবে কিন্তু অবস্থার অবনতি দেখে করোনা টেস্টের সিদ্ধান্ত নেন। আর এ পরামর্শ দিয়েছিলেন শিল্পী নওশাদ মাহফুজ সহ আরো দেশবরেণ্য কিছু সহযোদ্ধা শিল্পী। গতকাল ২০জুলাই তিনি করোনা পরিক্ষার জন্য হাসপাতালে অবস্থান করেন। আজ যে রিপোর্ট এসেছে সেটা দেখার জন্য একদম প্রস্তুত ছিলোনা তার ভক্ত শ্রতারা, তার পরিবার সহ তার শুভাকাঙ্ক্ষী। করোনা পজিটিভ রিপোর্ট আসছে এই ইসলামী গানের যুবরাজের। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে সুস্থ করে আবারো কোরআনের প্রচার করার তাওফিক দান করুন।আমিন। ইসলামি গানে আগামীর রাহাবার গঠনে রয়েছে আ.ন.ম মশিউর রহমানের একচ্ছত্র ভূমিকা। মুসলিম সাংস্কৃতির বিশালত্ব বিশ্বের কাছে তুলে ধরতে এক সেনাপতির দায়িত্ব পালন করছেন তিনি।
Nbtv.

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর