গরুর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করল উত্তরপ্রদেশ সরকার

এনবিটিভি ডেস্কঃ  উত্তরপ্রদেশ ডিসেম্বর মাস থেকে অভিনব অ্যাম্বুলেন্সপরিষেবা দেওয়া হবে গরুর হাসপাতালে পৌঁছানর জন্য সূত্রে জানা যায়,প্রাথমিকভাবে পরিষেবার জন্য ৫১৫টি অ্যাম্বুলেন্স থাকবে। একটি কল সেন্টার চালু থাকবে যেটি পুরো সপ্তাহ দিবারাত্রি পরিষেবা দেবেবিনা খরচাতে ১১২ ডায়েল করে কল করতে পারবে ।কল করার  ১৫ মিনিটের মধ্যে  পৌঁছে যাবে অ্যাম্বুলেন্স প্রতিটি অ্যাম্বুলেন্সে চালক সহ একজন ডাক্তার মেডিকেল স্টাফ থাকবে

উত্তরপ্রদেশের সরকার গরুর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার জন্য একটি ওয়েবসাইটও চালু করে । 

অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার জন্য ওয়েবসাইট ।

উত্তরপ্রদেশের  দুগ্ধ উন্নয়ন, পশুপালন ও মৎস্য মন্ত্রী লক্ষ্মী নারায়ণ চৌধুরী, যিনি অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য সরকারের পরিকল্পনা ঘোষণা করেছিলেন, তিনি  বলেন, ” লক্ষ লক্ষ মানুষের শ্রদ্ধা করা গরুর প্রতি আমাদের প্রতিশ্রুতিতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

রাজ্যে প্রায় সাত লক্ষ গরু রয়েছে, যার মালিকরা তাদের খাদ্য এবং পশুখাদ্যের জন্য প্রতি মাসে ৯০০ টাকা করে পান।চলতি বছরে মে মাসে করোনা  মামলার সংখ্যা বেড়ে যাওয়ায়, সরকার রাজ্যের ৫ হাজারের বেশী  গো-রক্ষা কেন্দ্রকে থার্মাল স্ক্যানার এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জাম রাখার নির্দেশ দেয়

Latest articles

Related articles