এনভিটিভি, ওয়েবডেস্ক: দুই সপ্তাহ ধরে নিখোঁজ ৩৫ বছরের তরুণী। অবশেষে নিখোঁজ তরুণী রাজ কেশরের মৃতদেহ উদ্ধার করা হল তাঁরই প্রেমিকের বাড়ির ট্যাঙ্ক থেকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার অরবিন্দ নামের যুবকের নির্মীয়মাণ বাড়ির ট্যাঙ্কের ভিতর থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ১৪ দিন আগে তরুণীকে খুন করা হয়েছে বলেই তদন্তকারীদের অনুমান। ৩০ মে তরুণীর পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয়। তারপরেই রাজের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। তাঁর ফোন ঘেঁটে নানা তথ্য পাওয়ার পর, অরবিন্দ নামের যুবককে ঘিরে সন্দেহ প্রকাশ করে পুলিশ। অভিযুক্ত যুবককে আটক করে জেরা শুরু করা হয়। তখনই খুনের ঘটনাটি স্বীকার করে সে। তরুণীর মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কী কারণে প্রেমিকাকে সে খুন করল, তা এখনও স্পষ্ট নয়।