ইনামূল ভূঁইয়া ,বাঁকুড়া:- গাছ বাঁচান ,জীবন বাঁচান ,পরিবেশ দিবসে হোক এমন অঙ্গীকার। উল্লেখ্য ৫ জুন পরিবেশ দিবসে দেখা গেছে সর্বত্র এক উৎসবমুখী পরিবেশ, গাছ লাগাও প্রাণ বাঁচাও পরিবেশ প্রেমীদের মুখে ছিল এমন বার্তাও, সঙ্গে পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে অনেকেই আবার দিয়েছেন এক কঠোর বার্তা। এদিন চারা রোপণ করতে দেখা গেছে বিভিন্ন দল, সংগঠন, ব্যক্তিদের, ব্যতিক্রম নয় রাহাত ফাউন্ডেশন। কাছাড় জেলার বড়খলা সমষ্টির অগ্রণী ভূমিকা পালনকারী সংগঠন “ রাহাত ফাউন্ডশন” এর কর্মকর্তারা এস কে রোড এর পাশে অর্ধশতাধিক চারা রোপণ করেন। কর্মকর্তাদের চারা রোপণ দেখে অনেকে আবার এগিয়ে আসেন। রাহাত ফাউন্ডেশনের সম্পাদক তথা তরুণ ব্যবসায়ী ওয়াসিম নেওয়াজ লস্কর বলেন ,শুধু চারা রোপণ করে ফাউন্ডেশনের দায়িত্ব এখানে শেষ নয়, চারা -কে বড় করে তুলতে যতটুকু চেষ্টা প্রয়োজন ততটুকু করে যাবেন ফাউন্ডেশনের কর্মকর্তা। এদিন চারা রোপণে অংশ গ্রহণ করেন রাহাত ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তথা স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাঃ নাজরিন মমতাজ লস্কর, রেজওয়ান লস্কর, শাহ নেওয়াজ লস্কর, সম্পাদক ওয়াসিম নেওয়াজ লস্কর এবং মুস্তাফা হাসান চৌধুরী, সুজন রায়,হাফিজ সায়্যীদ আহমদ লস্কর, রাসু লস্কর প্রমুখ।