এনবিটিভি, ওয়েব ডেস্ক: সুপ্রিম কোর্টে অভিষেক বন্দোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দোপাধ্যায়ের জয়। অন্যদিকে হার ইডির। বিদেশযাত্রায় নেই দুজনের বাধা। এমনকি রুজিরার বিরুদ্ধে লুকআউট নোটিসও প্রত্যাহার করতে চলেছে ইডি।
উল্লেখ্য, গত ৫ জুন, থাইল্যান্ড যাওয়ার পথে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দমদম বিমানবন্দরে আটকায় অভিবাসন দপ্তর। এরপর তাঁর বিরুদ্ধে লুক-আউট নোটিস জারি করে ইডি। এর বিরোধিতায় সুপ্রিম কোর্টে রুজিরা ও অভিষেক মামলা দায়ের করেন। সেই মামলায় ধাক্কা খেলো ইডি।
এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসার জন্য আমেরিকা গিয়েছেন। এই বিদেশযাত্রা নিয়ে তিনি ইডি এবং আদালতকে আগে থেকে জানিয়েছিলেন।