
সরকারি নথিতে নাম থাকলেও বিগত চার বছর ধরে লক্ষীর ভান্ডারের টাকা থেকে বঞ্চিত, ঘটনায় ক্ষুব্ধ গ্রামের মানুষ।
আবারো লক্ষ্মীর ভান্ডারের টাকায় কারচুপি। সরকারি নথিতে কাগজে-কলমে সাবানা খাতুন লক্ষ্মীর ভান্ডারের প্রাপক হলেও অ্যাকাউন্টে এখনো পর্যন্ত কোন টাকা ঢোকেনি বলে অভিযোগ। সরকারি নথির ভিত্তিতে, অনলাইনে দেখা যাচ্ছে গত চার বছরে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ অর্থ তার অ্যাকাউন্টে ঢুকছে। লক্ষীর ভান্ডার এর টাকা সরকার বরাদ্দ করলেও পৌঁছয় না সাধারণ মানুষের কাছে। ঘটনাটি ঘটেছে, চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের, মনোহরপুর ১ নং গ্রাম ‘পঞ্চায়েতের বেড়াবেড়িয়া গ্রামে।

জানা যাচ্ছে, সাবানার স্বামী শেখ আখতার আলী পেশায় ক্ষেতমজুর। অত্যন্ত অভাবের সংসার তাদের। বছরের যে কটা দিন কাজ থাকেনা, সেই দিনগুলোয় ফেরি করে উপার্জন করতে হয়। বিগত চার বছর ধরে প্রশাসনের কাছে লক্ষ্মীর ভান্ডারের টাকা না পাওয়ার অভিযোগে দারস্থ হয়েছে এই পরিবার। দিনের শেষে মেলেনি কোন সুরাহা। স্থানীয় বাসিন্দারা সরকারের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, দিনের পর দিন লক্ষ্যের ভান্ডারের টাকা অন্যত্র পাচার হয়ে যাচ্ছে। এমন ঘটনা রীতিমতো ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। যদিও সরকারের তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।