
বিজেপি সংখ্যালঘু মোর্চা অভিযোগ করেছে যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড সম্প্রতি পাশ হওয়া ওয়াকফ সংশোধনী আইন, ২০২৫-এর বিরুদ্ধে ‘ডিজিটাল জিহাদ’ চালাচ্ছে। মোর্চার প্রধান জামাল সিদ্দিকী বলেন, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড এক বিবৃতিতে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে জনমত গড়তে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে টুইটার-এ ‘উইথড্র ওয়াকফ আমেন্ডমেন্ট’ হ্যাশট্যাগ ব্যবহার করেছে।
সিদ্দিকী এই ক্রিয়াকলাপ ভারতীয় সংসদ ও সংবিধানের বিরুদ্ধে ডিজিটাল বিদ্রোহ বলে আখ্যা দেন। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের কার্যকলাপ গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দুর্বল করতে এবং মুসলিম যুবকদের বিভ্রান্ত করার ষড়যন্ত্র।

তিনি বলেন, “এটি কোনো ফতোয়া নয়, ডিজিটাল বিদ্রোহ। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড ধর্মের নামে উগ্রতা ছড়াচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতে বিশৃঙ্খলা ছড়াচ্ছে ।” তিনি সরকারকে এ ধরনের ‘উস্কানিমূলক’ কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সিদ্দিকী আরও বলেন, “মুসলিম পার্সোনাল ল’ বোর্ড এখন ধর্মীয় সংস্থা নেই, বরং এটি একটি রাজনৈতিক গোষ্ঠীতে পরিণত হয়েছে।