এনবিটিভি, ওয়েব ডেস্ক: সারাদিন ভোট পরিদর্শনের পর মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। “রাজ্যপালের যা যা করণীয়, সেটাই করব” সাফ জানালেন তিনি।
তিনি জানিয়েছেন, বাংলায় পঞ্চায়েত নির্বাচন দর্শনের অভিজ্ঞতা সংক্রান্ত রিপোর্ট কেন্দ্রের কাছে পাঠাবেন। কিন্তু কী থাকবে সেই রিপোর্টে? সে প্রশ্নের সরাসরি জবাব দেননি রাজ্যপাল। শুধু বলেছেন, ‘রাজ্যপালের যা কাজ, সেটাই করব।’