“আমার একটি নিজস্ব পরিচয় আছে এবং সেটাই আমার সম্মান”- তৃণমূল থেকে রাজীবকে কটাক্ষ লাভলীর

নিউজ ডেস্ক : সদ্য তৃণমূলে যোগদান কারী অভিনেত্রী লাভলী মৈত্র রাজীবের কটাক্ষ কে পাল্টা জবাব দিয়ে বলেন, “আমি একজন মহিলা এবং ১০ বছর যাবৎ অভিনয়ের সঙ্গে যুক্ত, সুতরাং আমার একটি নিজস্ব পরিচয় আছে এবং আমি যে একজন পুলিশ কমশনারএর স্ত্রী সেটা আমার কাছে সম্মানের”।

কিছুদিন আগে রাজিব তৃণমূলকে কটাক্ষ করে বলেন “দিদি আর পথ খুঁজে পাচ্ছেন না, খুঁজে পাচ্ছেন না প্রার্থী! তাই বাধ্য হয়েই পুলিশ এবং পুলিশের স্ত্রীকে নামাতে হচ্ছে রাজনৈতিক মহলে”। এর পাল্টা জবাবে লাভলি বলেন “রাজীব বন্দ্যোপাধ্যায় আমার থেকে বয়সে অনেক বড় এবং রাজনৈতিক দিক থেকে তিনি আমার থেকে অনেক অভিজ্ঞ। কিন্তু আমি যে শুধুমাত্র একজন পুলিশ কমিশনারএর স্ত্রী নই সেটা তার জানা উচিত ১০ বছর যাবত আমি চলচ্চিত্র জীবনের সাথে যুক্ত আছি এবং এটাই আমার পরিচিতি”।

উল্লেখ্য, লাভলী রাজীবকে কটাক্ষ করে আরো বলেন “রাজিব বাবু একটু কষ্ট করে অতীতে চোখ ফেরালে তিনি দেখতে পাবেন ২০১৪ সালে মুম্বাইয়ের এক পুলিশ কর্মকর্তা পুলিশ কমিশনারের ইস্তেফা দিয়ে বিজেপির হয়ে নেমেছিলেন রাজনৈতিক মহলে। যদিও তিনি ভোটে পরাজিত হয়েছিলেন।

Latest articles

Related articles