“যুদ্ধ নয় শান্তি চাই” এর বার্তা দিয়ে দোল উৎসবে মাতলো খুদেরা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20220318_123939

উজ্জ্বল দাস, পশ্চিম বর্ধমান:উত্তর আসানসোলের কে এস টি পি এলাকায় অভিনব কায়দায় পালিত হল দোল। আজ ইউক্রেন সাথে রাশিয়ার যুদ্ধের ২৩ তমদিন। যুদ্ধে তছনছ হয়ে গিয়েছে পুরো ইউক্রেন। যুদ্ধে নিহত হয়েছে কয়েক হাজার মানুষ আই আজ” যুদ্ধ নয় শান্তি চাই” এই বার্তা দিয়ে  প্ল্যাকার্ড হাতে প্রভাত ফেরি করল শিশুরা। নাচলেন এলাকার কাউন্সিলর থেকে সাধারণ মা বোনেরা। তবে বাজল না মাইক ও বক্স। 

এলাকার মানুষের বক্তব্য,”করোনার জেরে লোকডাউন এরপর এই দোল খেলার সুযোগ। কিন্তু যুদ্ধ বিধস্ত ইউক্রেনের দিকে তাকিয়ে খুব একটা আনন্দের পরিবেশ নেই। তাই যুদ্ধ বন্ধ হোক। শান্তি ফিরে আসুক এমন বার্তা দিতেই নিয়ম পালন”।

অপর দিকে প্রভাত ফেরিতে উপস্থিত কাউন্সিলর শ্রাবনী মন্ডল বলেন,”রক্তে নয়। আবির দিয়ে ভালোবাসায় রাঙাতে হবে। তাই যুদ্ধ নয় শান্তি চাই বার্তা দিতে এগিয়ে এসেছে শিশুরাও”।

আজ এই দোল উৎসবে প্রভাতফেরি হয় বাংলা গানের সঙ্গে। বাজনো হয়নি কোনো বক্স বা মাইক। এলাকার মানুষের একটাই কথা। করোনা লক ডাউনের পর এই দোল খেলার সময় এল। কিন্তু যুদ্ধ বিধস্ত মা শিশুদের দিকে তাকিয়ে কোনোমতে দোল পালিত হল। তবে শান্তির বার্তা পৌঁছানোই মূল লক্ষ্য।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর