প্রধানমন্ত্রীর ঘোষণা মত আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আরেক দফায় আজ যে আর্থিক প্যাকেজের কথা বলেছেন সিপিআইএম তার তীব্র সমালোচনা করেছে। দলের পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম এর সমালোচনা করে বলেছেন, পরিযায়ী শ্রমিকদের জন্য খাদ্যশস্য দেওয়ার কথা বললেও বিগত ৫৫ দিনে কেনো তা দেওয়া হল না সে ব্যাপারে প্রশ্ন তোলেন। পাশাপাশি খাদ্যশস্য সব জায়াগায় ঠিকমত পৌঁছোয়নি ও তার মান অত্যন্ত খারাপ বলে তাঁর অভিযোগ। হকারদের ব্যবসার জন্য ও নিম্ন মধ্যবিত্তদের গৃহ ঋন এর কথা বলা হলেও ঋন মুকুবের কোনো কথাই উল্লেখ করা হয় নি। এক দেশ, এক রেশন এর কথা গত ডিসেম্বরে চালু হলেও তার সুফল এখনো কেউ পাই নি বরং এই প্রকল্পের আওতায় থাকা মানুষের সংখ্যা ৭৫ কোটি থেকে কমিয়ে ৬৯ কোটি করা হয়েছে বলে তিনি দাবি করেন।
বিগত ৫৫ দিনে পরিযায়ী শ্রমিকদের কাছে খাবার পৌঁছনোর কথা মনে পড়লো না কেন্দ্রের ? প্রশ্ন সেলিমের
Related articles