এনবিটিভি ডেস্ক, মালদা,২২ ডিসেম্বর : বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতার দাবি সহ ১১ দফা দাবি নিয়ে কালিয়াচক-২ নং ব্লক অফিস ঘেরাও করে বিক্ষোভ সমাজবাদী পার্টির।
মঙ্গলবার দুপুরে মোথাবাড়ি এলাকায় মিছিল করে কালিয়াচক-২ নং ব্লক অফিসের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে সংগঠনের সদস্যরা। বয়স্ক বিধবা মহিলা, প্রতিবন্ধী সহ অন্যান্য গ্রামবাসীরা ঘেরাও কর্মসূচিতে অংশ নেন। অফিসের সদর দরজার সামনে অবস্থান করে বিক্ষোভ দেখান তারা।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন ছিল মোথাবাড়ি থানার পুলিশ।
পরে তারা তাদের দাবি সনদ কালিয়াচক-২ ব্লকের বিডিও সঞ্জয় ঘিসিং এর হাতে তুলে দেন।
সমাজবাদী পার্টির জেলা সহ-সভানেত্রী সেবি বিবি জানান মানুষের স্বার্থে ১১ দফা দাবি নিয়ে তারা বিডিও অফিস ঘেরাও করেছিলেন। তাদের সমস্ত দাবি খতিয়ে দেখার আশ্বাস দেন বিডিও সাহেব এরপর তারা বিক্ষোভ অবস্থান থেকে সরে দাঁড়ান।