বিশ্বের ৬ নম্বর ধনী ব্যাক্তি মুকেশ আম্বানি, একদিনে সম্পত্তি বাড়ল ২১২ কোটি ডলার

এনবিটিভি ডেস্ক: বিশ্বের ৬ নম্বর ধনী। বুধবার ওই জায়গায় চলে এলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি। ব্লুমবার্গ বিলিয়নেয়ার  ইনডেক্স অনুযায়ী মুকেশ আম্বানির বর্তমানে সম্পত্তির পরিমাণ ৭৪.৩ বিলিয়ন ডলার বা ৭,৪৩০ কোটি ডলার।

সম্পত্তির দৌড়ে মুকেশ পেছনে ফেলে দিয়েছেন গুগলের প্রতিষ্ঠাতা ল্য়ারি পেজ ও সের্গেই ব্রিন, ওয়ারেন বাফেট, টেসলার সিইও এলন মাস্ককে।

করোনা সংক্রমণের কারণে গোটা দুনিয়াতেই এখন আর্থিক মন্দা চলছে। কিন্তু মুকেশ আম্বানির সম্পত্তি বেড়েই চলছে।  ব্লুমবার্গের দাবি, সম্প্রতি একদিন তাঁর সম্পত্তির পরিমাণ বেড়েছে ২.১২ বিলিয়ন ডলার বা ২১২ কোটি ডলার। ভারতীয় মূদ্রায় তা ১৫,৮১০.৯৬ কোটি টাকা। ২০২০ সালে মুকেশের মোট সম্পত্তি বেড়েছে ১৫.৬ বিলিয়ন ডলার।

ব্লুবার্গের বিলিয়নেয়ার ইনডেক্স অনুযায়ী দুনিয়ার প্রথম পাঁচ বিলিয়নেয়ার হলেন অ্যামাজের সিইও জেফ বেজস(১৮৬ বিলিয়ন ডলার), মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস(১১৮ বিলিয়ন ডলার), বার্নাড আর্নল্ড(৯৫.১ বিলিয়ন ডলার), ফেসবুকের প্রধান মার্ক জাকারবার্গ(৯১.৮ বিলিয়ন ডলার), স্টিভ বামার(৭৫.১ বিলিয়ন)

Latest articles

Related articles