ডোমকল:গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক। মৃতের নাম সাহেব দাস (২১)। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের কুঠি এলাকায়।
জানা গিয়েছে, সাহেব পেশায় ট্রাক চালক। বাবা -মা কর্মসূত্রে ব্যাঙ্গালোর যান দিন দশেক আগে। হঠাৎ সোমবার রাতে নিজের ঘরেই ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় সাহেব। যদিও আত্মঘাতী হবার রহস্য অজানা। মঙ্গলবর সকালে বাড়িতে তাঁকে ডাকতে যান এক প্রতিবেশী। ডাকে সাড়া না পেয়ে ঘর খুলতেই ঝুলন্ত দেহ দেখতে পান সাহেবের। তৎক্ষনাৎ আশেপাশে খবর দিলে লোকজন জড়ো হয়ে পুলিশকে খবর দেই। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।