দক্ষিন ২৪ পরগণা জেলার বাসন্তী হাইওয়েতে আজ দুপুর দুটোর দিকে হঠাৎই ভেঙে পড়ল গৌড় দাস পাড়ার খালের ব্রিজ। ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। ক্যানিং ও কলকাতা থেকে মানুষ যাতায়াত করতে পারছেনা বাসন্তীর দিকে। অপরদিকে বাসন্তী থেকে কলকাতাগামী মানুষ পারাপার করতে পারছে না। খালের ব্রিজ ভেঙে পড়াতে সমস্যার মধ্যে পড়েছে সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে এই খালের ব্রিজ জরাজীর্ণ অবস্থায় ছিল। এমনকি বাসন্তী হাইওয়ে ঢ়ুড়ি থেকে বাসন্তী পর্যন্ত রাস্তা এতটাই খারাপ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রায়ই দুর্ঘটনা কবলে পড়ছে যাত্রীরা। এদিন ব্রিজ ভেঙে পড়াতে এলাকার মানুষ যাতায়াতের জন্য বাঁশ দিয়ে অস্থায়ী ব্রিজ তৈরি করে স্থানীয় মানুষেরা। ঘটনাস্থলে পৌঁছেছেন বিডিও।
Related articles