উত্তরপ্রদেশে পপুলার ফ্রন্টের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবিতে ইসলামপুরে বিক্ষোভ মিছিল

ইমাম সাফি, ইসলামপুর :পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার গোটা ভারতবর্ষে বিভিন্ন সামাজিক সংগঠন রূপে কাজ করতে দেখা যায় । পাশাপাশি বিজেপি সরকারের জনবিরোধী নীতি ও আরএসএস এর ফ্যাসিবাদী কার্যকলাপের সমলোচনা করতে দেখা যায়। ঠিক এই কারণে বিজেপি শাসিত রাজ্য গুলোতে পপুলার ফ্রন্টের বিরুদ্ধে নানান অভিযোগ তোলা হয় । বিভিন্ন সময় পপুলার ফ্রন্টের নেতা ও অফিস গুলিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা লক্ষ্য করা যায়।গতকয়েকদিন আগে উত্তরপ্রদেশের আনসাদ ও ফিরোজ নামে পপুলার ফ্রন্টের দুইজন সদস্যকে গ্রেফতার করে ইউপি পুলিশ । পুলিশের দাবি এরা উত্তরপ্রদেশে নাশকতার ছক কসেছিলো । পুলিশের দাবিকে নস্যাত করে পপুলার ফ্রন্টের সদস্যকে মিথ্যা মামলাই ফাঁসানোর ষড়যন্ত্র করছে বলে জানিয়েছেন পপুলার ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃত্ব ।পপুলার ফ্রন্টের সদস্যদের অবৈধভাবে গ্রেফতারের নিন্দা জানিয়ে বহরমপুরে মঙ্গলবার পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয় । উপস্থিত ছিলেন পপুলার ফ্রন্টের রাজ্য সাধারণ সম্পাদক ডক্টর মিনারুল সেখ, পপুলার ফ্রন্টের প্রাক্তন রাজ্য সভাপতি মৌলানা ওবাইদুল্লা নুরি সহ অন্যান্য নেতৃত্ব । ডক্টর মিনারুল সেখ দাবি করেন উত্তরপ্রদেশের পুলিশ পপুলার ফ্রন্টের দুই সদস্যকে অপহরণ করেছে ও অবৈধভাবে গ্রেফতার করে তাঁদের উপর অত্যাচার চালাচ্ছে ।তিনি আরও জানান গত ১১ই ফেব্রুয়ারী দুই সদস্য সংগঠনের বিস্তারের লক্ষ্যে ট্রেনে চাপে তার পর থেকে তারা নিখোঁজ ছিলেন । স্থানীয় থানায় তাঁদের পরিবার অভিযোগ করলে পুলিশ ১৬ ই ফেব্রুয়ারী সাংবাদিক সম্মেলন করে জানাই তাঁদের গ্রেফতার করা হয়েছে ।একজন নিরাপরাধ মানুষের উপর পুলিশের এহেন আচরণের তীব্র নিন্দা ও পাশাপাশি অবিলম্বে দুই সদস্যের নিঃশর্ত মুক্তির দাবি জানান পপুলার ফ্রন্টের নেতারা ।

অবিলম্বে পপুলার ফ্রন্টের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, পপুলার ফ্রন্টের নেতাদের পুলিশি হয়রানি বন্ধ ও অনৈতিকভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গুলির পপুলার ফ্রন্টের অফিসে হানার প্রতিবাদ জানিয়ে আজ ও আগামীকাল দেশজুড়ে সংগঠনটির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শনের ডাক দেওয়া হয়েছে । তাঁরই অংশ হিসাবে মুর্শিদাবাদের ইসলামপুরে আজ একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচী লক্ষ্য করা যায় । প্রতিবাদ সভা শুরুর আগের মুহূর্তে গোটা ইসলামপুরে পপুলার ফ্রন্টের মিছিল লক্ষ্য করা যায় । আজকের প্রতিবাদ সভা ও মিছিলে উপস্থিত ছিলেন পপুলার ফ্রন্টের ডোমকল মহকুমা সম্পাদক সেলিম মন্ডল, রাণীনগর ১ ব্লক সভাপতি মিকাইল সেখ, আনিসুর রহমান সহ অন্যান্য নেতৃত্ব ।

Latest articles

Related articles