উত্তরপ্রদেশে দুর্ঘটনাক্রমে পুলিশের চালানো গুলিতে ইশরাত জাহান নামে এক মুসলিম মহিলার মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ডিসেম্বর) আলীগড় পুলিশের একজন ইন্সপেক্টরের চালানো গুলিতে ওই মহিলা গুরুতর আহত হলে তাকে জওহরলাল নেহেরু মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৩ ডিসেম্বর) তার মৃত্যু হয়।
কোতোয়ালী পুলিশ স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইন্সপেক্ট মনোজ শর্মা পাসপোর্ট ভেরিফিকেশন করার সময় তার পিস্তল থেকেই গুলি বেরিয়ে ওই মহিলা গুরুতর আহত হয়।
ঘটনার পর থেকে ওই অফিসার পলাতক। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে কোতোয়ালী থানা পুলিশ।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুপুর ২টা ৫০ মিনিটে ওই মহিলা পাসপোর্ট ভেরিফিকেশনের জন্যে থানায় আসেন। তিনি অভিযুক্ত মনোজ শর্মার ডেস্কের সামনে দাড়িয়ে ছিলেন। ওই পুলিশকে অন্য এক পুলিশ সদ্য একটি পিস্তল দিলে সে ভুলে গুলি চালালে সেটি ওই মহিলার মাথায় লেগে এবং তিনি পড়ে যান।
নিহতের পরিবারের অভিযোগ ওই অফিসার পাসপোর্ট ভেরিফিকেশনের জন্যে টাকা দাবি করছিলেন। তাকে টাকার জন্যে বারবার কল করা হচ্ছিল।