এবার পেট্রোলের দামকে ছাড়িয়ে গেল ডিজেল

এনবিটিভি ডেস্ক: এবার পেট্রোলকেও ছাপিয়ে গেল ডিজেল। দিল্লিতে পেট্রোলের থেকে দামি হল ডিজেল। একটানা ১৮ দিন অব্যাহত জ্বালানি তেলের দামবৃদ্ধি।

বুধবার ডিজেলের দাম বাড়ানো হলেও বাড়ানো হয়নি পেট্রেলের দাম। দিল্লিতে পেট্রোল এখন লিটারে ৭৯ টাকা ৭৬ পয়সা, ডিজেল ৭৯ টাকা ৮৮ পয়সা। এই প্রথম ডিজেল টপকে গেল পেট্রোলকে। লিটারে ৪৮ পয়্সা বেড়েছে ডিজেল।

৮২ দিন জ্বালানি তেলের দামে হাত না দিলেও করোনা মহামারীর মধ্যেই গত ৭ জুন থেকে প্রতিদিনই নিয়ম করে বাড়ানো হচ্ছে দাম। অন্য রাজ্যে তেলের দাম বাড়লেও কম কর বসানোয় ডিজেল পেট্রোলের থেকে দামে কমই থাকবে। লকডাউনের মধ্যেই এভাবে ডিজেলের দাম বৃদ্ধির ফলে সিঁদুরে মেঘ দেখছেন গাড়ি মালিকরা।

Latest articles

Related articles