করোনার আপদকালীন ফান্ডে ঈদের জমানো টাকা দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন ৪র্থ শ্রেনীর ছাত্রের।

করোনা আপদকালীন ফান্ডে নিজের জমানো টাকা দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলো এক শিশু।
আজ-১৮ (জুন) দুপুর-১২.০০টার সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন এর হাতে এই অর্থ জমা দেন। শিশুটির নাম মোঃ খালেদ সাইফুল্লাহ আলিফ,সে বেড়াজালী মর্নিং ডিউ কিন্ডারগার্টেন স্কুলের ৪র্থ শ্রেণীর শিশু শিক্ষার্থী ।
আলিফ পাইন্দং ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য জনাব মোঃ আনোয়ারুল আজিমের সন্তান।

আলিফ তার ঈদের জমানো-৩০৩০টাকা কোবিট-১৯ হাসপাতাল এর জন্য উপজেলা নির্বাহী অফিসার নিকট জমা দেন। এসময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভার মেয়র জনাব আলহাজ্ব মোঃইসমাইল হোসেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আলিফকে বুকে জড়িয়ে উপজেলা প্রশাসনের ব্যাজ পড়িয়ে দেন এবং তাঁর ভালবাসায় সিক্ত করেন।

এ বিষয়ে আলিফ বলে আমি তাসফিয়া জাবিন হাসপাতালে জন্য যে টাকা দিয়েছে। সেটা দেখে অনুপ্রাণিত হয়ে টাকা দেয়ার ইচ্ছে পোষণ করে বাবাকে বলি। আমি খুব খুশি আমি হাসপাতালের জন্য টাকা দিতে পেরে।

Latest articles

Related articles