Monday, May 12, 2025
31 C
Kolkata

গেজেটকে মান্যতা দিয়ে এসএসসিতে গণ ইমেল কর্মসূচি নিল আপার প্রাইমারী সংগ্রামী মঞ্চ

নুর মোহাম্মদ খান, এনবিটিভি: স্কুল সার্ভিস কমিশনের চূড়ান্ত গাফিলতিতে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সাত বছরে পা দিল। গেজেট তথা নিয়োগ বিধি লঙ্ঘণের অভিযোগে বারেবারে থমকে গেছে নিয়োগ প্ৰক্রিয়া। বহু প্রতীক্ষার পর আদালতের নির্দেশে প্রকাশিত হয়েছে মেধা তালিকা। আর এই মেধা তালিকাতেও দেখা গেছে বিস্তর অসঙ্গতি। ইন্টারভিউতে অংশ নেওয়া সব প্রার্থীদের নাম মেধা তালিকায় নেই। টেট ও অ্যাকাডেমিক স্কোরের ক্ষেত্রে ভুরি ভুরি অনিয়ম। বিষয় ও ক্যাটাগরী ভিত্তিক প্রার্থী ও শূণ্যপদের ১: ১.৪ অনুপাত মানা হয়নি। সাত বছরের শূণ্যপদ ও নব স্থাপিত বিদ্যালয় গুলির অনুমোদিত ৫১০৮ টি শূণ্যপদ ফাইনাল ভেকেন্সীতে যুক্ত হয়নি। প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীহীন এসসি, এসটি, ওবিসি ও প্রতিবন্ধী ইত্যাদি সংরক্ষিত শূণ্যপদগুলি থেকেও সমাজের প্রান্তিক অংশের অপ্রশিক্ষিত প্রার্থীদের নিয়োগ প্ৰক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে।
অর্থাৎ মেধাতালিকা প্রস্তুতিতেও গেজেট তথা নিয়োগ বিধিকে মান্যতা দেওয়া হয়নি। তাই মামলার অজুহাত না দিয়ে যে অসঙ্গতির কারণে এত মামলা সেগুলির দ্রুত সংশোধনের দাবী জানাচ্ছে আপার প্রাইমারী সংগ্রামী মঞ্চ। গেজেট তথা নিয়োগ বিধিকে মান্যতা দিয়ে অসঙ্গতি দূর করে মামলা মিটিয়ে দ্রুত নিয়োগের দাবীতে প্রোটেস্ট ফ্রম হোমের অঙ্গ হিসেবে কমিশনে গেজেট তথা নিয়োগবিধি গণ ইমেলের মাধ্যমে ৫ই জুন স্কুল সার্ভিস কমিশনে “গেজেট পাঠাও, গেজেট পড়াও” কর্মসূচীতে অংশ নিল আপার প্রাইমারী সংগ্রামী মঞ্চের সদস্যরা। গণ ইমেলের পাশাপাশি গাছ লাগিয়ে পরিবেশ সচেতনতার বার্তাও দিয়েছেন তাঁরা। নিয়োগ প্রার্থীদের দাবী সুস্থ পরিবেশের জন্য যেমন বৃক্ষরোপণ জরুরী তেমনই সুস্থ সমাজের জন্য শিক্ষক নিয়োগ জরুরী।

আপার প্রাইমারী সংগ্রামী মঞ্চের পক্ষে অর্পিতা প্রামানিক, অষ্টাপদ শাসমল, অপূর্ব ঘোষ, দেবাশীষ মুদি নুর মোহাম্মদ খান আরো অন্যান্য চাকরিপ্রার্থী ।

Hot this week

ভারত-পাকিস্তান উত্তেজনার ছায়া পড়ল কোচবিহার-বাংলাদেশ সীমান্তে, জারি হল কঠোর নিষেধাজ্ঞা: ৩০ জুন পর্যন্ত বলবৎ ১৬৩ ধারা

ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সুরক্ষা ব্যবস্থা জোরদার করেছে...

Topics

ভারত-পাকিস্তান উত্তেজনার ছায়া পড়ল কোচবিহার-বাংলাদেশ সীমান্তে, জারি হল কঠোর নিষেধাজ্ঞা: ৩০ জুন পর্যন্ত বলবৎ ১৬৩ ধারা

ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সুরক্ষা ব্যবস্থা জোরদার করেছে...

বালুচিস্তানের স্বাধীনতা ঘোষণা: কোয়েটার দখল ও বিশ্বের কাছে স্বীকৃতির আহ্বান

পাকিস্তানের দখলে থাকা বালুচিস্তান প্রদেশের দীর্ঘদিনের স্বাধীনতা সংগ্রাম এক...

পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘন, ভারতের কঠোর প্রতিক্রিয়ার প্রতিশ্রুতি

ভারত ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি ঘোষিত যুদ্ধবিরতি চুক্তির কয়েক...

“ওয়াকফ আইন দেশের অভ্যন্তরীণ বিষয়, পাকিস্তানি সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভারত” – আসাউদ্দিন ওয়াইসি

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) নেতা আসাদুদ্দিন ওয়াইসি সম্প্রতি...

Related Articles

Popular Categories