মুহাম্মদ রাশেদুল ইসলাম:-(এনবিটি প্রতিনিধি)
চট্টগ্রামে চিকিৎসা সেবায় একধাপ এগিয়ে রয়েছে চট্টগ্রাম আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল। করোনার এই ক্রান্তিকালে সরকারি ও বেসরকারি হাসপাতাল গুলো নানা অজুহাতে রোগীদের ভর্তি না করিয়ে তাড়িয়ে দিচ্ছে। এই কঠিন মুহূর্তেও কোন অজুহাত ছাড়াই সেবা দিয়ে যাচ্ছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালটি। শুধু তাই নয়, করোনা আক্রান্ত রোগীদের বিশেষ সেবা প্রদান করার জন্য চালু করা হয়েছে ১০০ শয্যা বিশিষ্ট করোনা ইউনিট।
এদিকে, দেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান এস.আলম গ্রুপ উক্ত হাসপাতালটিতে ৮৫ লক্ষ টাকা মূল্যের ২টি ভেন্টিলেটর ও ২টি হাই ফ্লো ক্যানোলা অনুদান দিয়েছে। আরো ১০ টি ক্যানোলা অনুদান দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। তথ্য টি নিশ্চিত করেন উক্ত হাসপাতালের ভাইস চেয়ারম্যান সৈয়দ মোরশেদ হোসেন।