হাবিবুর রহমান হাবিব,
ফটিকছড়ি উপজেলা প্রতিনিধিঃ-
চট্টগ্রামের ফটিকছড়িতে অস্ত্রসহ নাছির উদ্দিন (৪২)কে নামক এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ১০ জুলাই শুক্রবার রাত দশটার সময় উপজেলার খিরামের ইউনিয়নের হচ্ছারঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশ তার কাছ থেকে ০১ টি শর্টগান ও ১০৫ রাউন্ড কার্তুজ উদ্ধার। নাসির খিরাম ইউনিয়নের দক্ষিণ খিরাম এলাকার আব্দুল মালেকের পুত্র।
আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি বাবুল আক্তার বলেন, রাশেদ কামাল হত্যাকান্ডের এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে করা প্রেরণ হয়েছে।