স্টাফ রিপোর্টার নাটোর
এনবিটিভি নিউজ ডেস্ক:
ফেঁসে যেতে পারেন নাটোর জেলা জেল সুপার আব্দুল বারেক। তার বিরুদ্ধে আনিত অনিয়ম ও দুর্নীতি তদন্তে কমিটি গঠন করেছে নাটোর জেলা প্রশাসন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন কে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে। তবে রিপোর্ট দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোন সময় বেঁধে দেয়নি।
এই কমিটি গঠনের কথা স্বীকার করে নাটোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়াজ জানান, সম্প্রতি কিছু গণমাধ্যমে জেল সুপারের বিরুদ্ধে জেলখানার খাবার ও কান্টিন ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশিত হয়।
এরই প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন কে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে রিপোর্ট দাখিলের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।