বরিশাল বিআরটিসি ডিপো থেকে নিলামের অতিরিক্ত মালামাল নেয়ার অভিযোগ:

পারভেজ হোসেন,
এনবিটিভি নিউজ ডেস্কঃ
বিআরটিসি বরিশাল ডিপোতে চলাচলের অযোগ্য পুরনো বাস ও যন্ত্রাংশ নিলামের মাল বুঝিয়ে দেয়ার আড়ালে ঠিকাদারকে অতিরিক্ত মালামাল দেয়ার অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিপোর এক কর্মচারী জানায়, শনিবার (০৪ জুলাই) অনেকটা চুপিসারে ঠিকাদার এছাহাক এন্টার প্রাইজকে ১০টি পুরনো বাস ও যন্ত্রাংশ বুঝিয়ে দেয়ার ফাঁকে অতিরিক্ত হিসেবে অন্যান্য পুরনো বাসের যন্ত্রাংশ দেয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ঠিকাদারের লোকজনকে অতিরিক্ত মালামাল নেয়ার সুযোগ করে দিতে ডিপোর ম্যানেজার সহ দায়িত্বপ্রাপ্তরাও কৌশলে অফিসের বাইরে ছিলেন। যদিও বরিশাল ডিপো ম্যানেজার এই অভিযোগ অস্বীকার করেছেন।

গত ৮ জুন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন সারাদেশের ডিপোগুলোতে রক্ষিত অযোগ্য ঘোষিত নিলামকৃত ২৫টি বাস সংশ্লিস্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের আদেশ জারী করে। এর মধ্যে বরিশাল ডিপোতে ১০টি অযোগ্য বাস রয়েছে। ওই কার্যাদেশ বলে গতকাল শনিবার ঠিকাদারী প্রতিষ্ঠান এছাহাক এন্টারপ্রাইজের লোকজন ট্রাক নিয়ে নিলামকৃত বাসের মালামাল নিতে আসে।

নিয়মানুযায়ী নিলামকৃত মালামাল বুঝিয়ে দেয়ার জন্য একটি কমিটি গঠন এবং তাদের উপস্থিতিতে ঠিকাদারকে মালামাল দেয়ার কথা। কিন্তু শনিবার সকাল থেকে ডিপো ম্যানেজার সহ পদস্থ কর্তারা কৌশলে কর্মস্থলের বাইরে থেকে তাদের নির্দেশনা অনুযায়ী ঠিকাদারকে অতিরিক্ত মালামাল নিতে সহায়তা করেন বলে জানিয়েছেন ডিপোর নাম প্রকাশে অনিচ্ছুক কর্মচারীরা। দিনভর ঠিকাদারী প্রতিষ্ঠান এছাহাক এন্টারপ্রাইজের পক্ষে হায়দার আলী নামে এক ব্যক্তি উপস্থিত থেকে তার কর্মীদের দিয়ে ডিপোতে ছড়িয়ে ছিটিয়ে থাকা যন্ত্রাংশ ট্রাক বোঝাই করেন। কিন্তু কি যন্ত্রাংশ বা কোন গাড়ির যন্ত্রাংশ কতটুকু নিচ্ছেন তা দেখার কেউ ছিলো না। উল্টো ডিপো ম্যানেজারের অনুগত কর্মচারীরা দ্রুত মালামাল নিয়ে সটকে পড়তে বলেন ঠিকাদারের লোকজনকে।

Latest articles

Related articles