বেসরকারি বাস না নামলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

এনবিটিভি ডেস্ক: বুধবার থেকে রাস্তায় বেসরকারি বাস না নামালে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে বেসরকারি বাস সরকার নিয়ে নেবে। ৩ জুলাইয়ের পর কড়া ব্যবস্থা নেওয়া হবে বিপর্যয় মোকাবিলা আইনে।

মঙ্গলবার মমতা বলেন, বহুবার বাস সংগঠন, মালিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন রাজ্যের অফিসাররা। তিনি নিজেও কথা বলেছেন। ৬ হাজার বাসকে ১ জুলাই থেকে তিনমাস ১৫ হাজার টাকা করে দেওয়ার কথা জানানোর পরও তাদের তরফে কোনও সদর্থক সাড়া মেলেনি।

তাই সরকার বাধ্য হয়েই যাত্রীদের স্বার্থে কড়া ব্যবস্থা নেবে। সরকার বাসভাড়া বাড়ানোর পক্ষে নয়। এই বাসগুলি সরকার নেবে, সরকার ড্রাইভার দেবে। খরচও দেবে। অন্যদিকে, বাসমালিকরা জানিয়েছেন, ভাড়া না বাড়ালে তাঁদের পক্ষে বাস নামানো সম্ভব হবে না। বস্তুত সোমবার থেকেই রাস্তায় সরকারি বাস চললেও বেসরকারি বাস অনেক কম নেমেছে।

Latest articles

Related articles