হাফসা জান্নাত, স্টাফ রিপোর্টার, এনবিটিভি।
ভূমিকম্প ডিজাস্টার ফোরামের তথ্য মতে, বাংলাদেশে ৮৫ বার ভূমিকম্প হয়েছে বিগত ১০ বছরে। নিহতের সংখ্যা ১৫ জন। ২০১৫ সালে ৬ জন, ২০১৬ সালে ৭ জন। শহরাঞ্চল গুলোতে ভূমি নির্মাণের নিয়মনীতি মেনে না চলার জন্য এমন ঝুঁকি মুখোমুখি হচ্ছে।
ঢাকা সিটি করপোরেশনের হিসেবে মত, দেশে যদি ৭.৫ মাত্রার ভূমিকম্প হয় তবে ঢাকায় ৩ লাখ ২৬ হাজার ভবনের মধ্যে ৭২ হাজার ভবনই তাৎক্ষণিক ধসে পড়বে বলে সম্ভাবনা করা হয়।
পাকা বিল্ডিং যত বেশি হবে, এবং গুণগত মান ঠিক না রেখে বিল্ডিংয়ের নীতি পরিহার করে ভবন নির্মাণ করলে বিল্ডিং ধ্বসে পড়বে, মানুষ হতাহতের সংখ্যাও বাড়বে বলে ধারণা করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী। এক রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশের মানুষের প্রায় ৯০ শতাংশই দূর্বল মাটিতে ভবন নির্মাণ করে। যার ফলে ধ্বসে পড়ার সম্ভাবনা বেশি থাকে।
সুতরাং ভবন নির্মাণে সবসময়ই অত্যাধুনিক প্রযুক্তি ও নিয়মনীতি গুণমান ঠিক রেখে প্রশাসনিক নজরদারীতে তাগিদ প্রদান করেছেন বিশেষজ্ঞগণ। জনসাধারণ যেন আতঙ্কিত না হয়, বরং সচেতনতা বাড়িয়ে ভবন গড়ে তোলার পরামর্শও দেন বিশেষজ্ঞরা।