একুশের রাজ্য বিধানসভা দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও আভাস পাওযা যাচ্ছিল খুব শীঘ্রই নির্বাচন কমিশন তা জানিয়ে দেবে। ইতিমধ্যে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করেছে। তাই খুবই তাড়াতাড়ি যে নির্বাচন কমিশন দিন ঘোষণা করবে তা প্রায় নিশ্চিত। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অসমের ধেমাজি জেলার শিলাপাথারে এক জনসভায় ইঙ্গিত দিলেন পাঁচটি রাজ্যে সামনে যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে তার সম্ভবত মার্চের প্রথম সপ্তাহে হবে। তিনি বলেন, ২০১৬ সালের বিধানসভার নির্বাচনের দিন ৪ মার্চ ঘোষণা হয়েছিল। তাই মার্চের প্রথম সপ্তাহে ৭ মার্চ সূচী ঘোষণা হতে পারে, এমনটা ধরে চলা যেতে পারে বলে তিনি জানান। অসমের সভায় মোদি আরও বলেন, নির্বাচন কমিশনের ঘোষণার আগে যতবার সম্ভব অসম, পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরি যাবেন তিনি।