মঠবাড়িয়ায় কীটনাশক পান করে গৃহবধূর আত্নহত্যা, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

পারভেজ হোসেন,
এনবিটিভি নিউজ ডেস্কঃ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সাকিলা বেগম (৩২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে।

তবে নিহতের পরিবারের দাবি, সাকিলা বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহত সাকিলা বেগম পৌরসভার ৭নং ওয়ার্ড মিরুখালী রোড এলাকার মো. হাসান ঘরামীর স্ত্রী। ওই দম্পত্তির ৮ মাসের একটি কন্যাসন্তান রয়েছে।

নিহত সাকিলা বেগমের ভাই লোকমান হোসেন বলেন, আমার বোনের স্বামী সৌদিফেরত হাসান মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে আমার বোনের সঙ্গে প্রায়ই কলহ হতো। আমাদের ধারণা, হাসান আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

মঠবাড়িয়া থানার এসআই তৌফিকুল ইসলাম জানান, গৃহবধূ সাকিলা বেগম তার স্বামী হাসানের সঙ্গে সোমবার বিকালে কথা কাটাকাটির একপর্যায়ে অভিমান করে ঘরে থাকা কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়েন।

এ সময় পরিবারের লোকজন তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে পৌঁছলে কর্তব্যরত চিকিৎসক সাকিলা বেগমকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইসরাত জাহান শিল্পী জানান, ওই গৃহবধূকে মৃতাবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

মঠবাড়িয়া থানার ওসি আ. জ. ম. মাসুদুজ্জামান জানান, ময়নাতদন্ত শেষে এ মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় মঠবাড়ীয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Latest articles

Related articles