মালদা ব্লাড ব্যাংক ও হাসপাতালে রক্ত সংকট

সাফিকুল আলম
NBTV
মালদা

করোনার আবহে মালদা ব্লাড ব্যাংক ও হাসপাতালে দেখা দিয়েছে ব্যাপক রক্ত সংকট। এই রক্ত সংকট দূর করতে এগিয়ে এলো কালিয়াচকের ‘মালদা ব্লাড আর্মি’ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা।
৭ই জুন রবিবার রবিবার সকাল এগারোটা নাগাদ কালিয়াচক নজরুল ভবনে রক্তদান শিবিরের আয়োজন করেন। মোট ৩০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।এদিন শিবিরে উপস্থিত ছিলেন “নতুন আলো” স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার তথা “মালদা ব্লাড আর্মি”র সভাপতি আলমগীর খান ও সম্পাদক রাহুল আলি সহ এলাকার বিশিষ্ট সমাজ সেবকরা।
আলমগীর খান ও রাহুল আলিরা জানান কালিয়াচক এলাকার বিভিন্ন গ্রাম থেকে রক্তদাতারা এই শিবিরে রক্তদান করেন। এদিনের এই শিবিরে মোট ৩০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।সংগৃহিত রক্ত মালদা ব্লাড ব্যাংকে পাঠানো হয়েছে বলে জানান।

Latest articles

Related articles