হরিশচন্দ্রপুরে শুকনো ডোবা থেকে উদ্ধার মাথার খুলি, এলাকায় চাঞ্চল্য

শুকনো ডোবা থেকে মাথার খুলি উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদহের হরিশ্চন্দ্রপুর থানার কনুয়া গ্রামে। ঘটনাটি ঘটে আজ সকালে।

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন এলাকার কিছু যুবক খেলার সময় ওই মাথার খুলিটি পড়ে থাকতে দেখে এক শুকনো ডোবায়। তারপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কনুয়া এলাকায়। খবর দেওয়া হয় পুলিশকে। হরিসচন্দ্রপুর থানার পুলিশ এসে খুলিটি উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয়রা জানাচ্ছেন খুলিটি মানুষের। উদ্ধার হওয়া খুলিটির অবস্থান থেকে প্রায় 200 মিটার দূরত্বে কবরস্থান রয়েছে। তবুও রহস্যের দানা বাঁধছে এই ঘটনা নিয়ে। ঘটনা তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

Latest articles

Related articles