হাটহাজারীতে পৃথক পৃথক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন

হাটহাজারী প্রতিনিধি
এনবিটিভি নিউজ ডেস্ক

হাটহাজারীতে অবৈধভাবে বালু উত্তোলন,মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।শুক্রবার(১২জুন)সকাল থেকে বিকাল পর্যন্ত পৃথক পৃথক অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এ ছাড়া অন্য একটি অভিযানে হালদা নদী ধলই এলাকা থেকে মাছ শিকারের জন্য পাতানো প্রায় ১২ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।

নাঙলমোড়া এলাকায় ইঞ্জিন চালিত নৌকা দিয়ে বালু উত্তোলনের দায়ে দুটি ইঞ্জিন চালিত নৌকাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন।উপজেলার উত্তর মাদার্শা এলাকার মাহলুমা মৌলভী বাজারে এস.এল মেডিকোকে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ৫হাজার টাকা জরিমানা করা হয়।এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।

Latest articles

Related articles