জামালপুর প্রতিনিধি, এনবিটিভি।
২০০৯ সালে জামালপুরের ইসলামপুরে অবস্থিত জগৎ জ্যেতি ক্ষেত্র মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পান ফারজানা হক। কিছুদিন পর অসুস্থতার কথা বলে ১ মাসের ছুটি নিলেও আজ ১১ বছর হয়ে গেল, তিনি কর্মস্থলে ফেরেননি। তবে এখনো বহাল তবিয়তে আছে তার চাকরি । স্থানীয়দের অভিযোগ, বাবা জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালের প্রভাব খাটিয়ে চাকরি টিকিয়ে রেখেছেন তিনি।
জানা যায়, স্কুল থেকে ছুটি নেওয়ার পর বাড়িতে কিছুদিন কাটিয়ে স্বামী-সন্তানসহ অস্ট্রেলিয়ায় চলে যান ফারজানা হক। তারপর ১১ বছর কাটলেও কোনোদিন স্কুলের সঙ্গে যোগাযোগ করেননি। প্রথমে বেশ কয়েক বছর স্থানীয় শিক্ষা কর্মকর্তারাও বিষয়টা জানতেন না। স্কুল থেকেও বিষয়টি গোপন করা হয়।
প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান বলেন, শুনেছি কিছুদিন পর অস্ট্রেলিয়া থেকে ফিরে এসে এর একটা সুরাহা করবেন ফারজানা হক। এর বেশি কিছু আমি বলতে পারছি না।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টা অন্যায় তো বটেই। কোনো যোগাযোগ ছাড়া এত বছর কর্মস্থলের বাইরে থাকাটা আইনেরও লঙ্ঘন। এ নিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে একটা রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পরপরই একটা ব্যবস্থা নেওয়া হবে।
নিজের মেয়ের এই ঘটনার ব্যাপারে জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল বলেন, আগস্ট-সেপ্টেম্বরের দিকে অস্ট্রেলিয়া থেকে দেশে আসবে আমার মেয়ে। তখনই এই সমস্যার একটা সমাধান করা হবে।
সুত্রঃ 24 Live Newspaper
পোস্ট সহায়তায়ঃ Jamalpur Times