চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস এলাকায় করোনাভাইরাস দ্রুত সংক্রমণের কারণে আজ থেকে ১৭ই জুলাই শুক্রবার পর্যন্ত ১৪ দিনের জন্য চবি ক্যাম্পাস সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে।
এ সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক কার্যক্রম শহরস্থ চারুকলা ইনিস্টিটিউট অফিস হতে পরিচালিত হবে।
শুক্রবার(০৩ জুলাই) দিবাগত রাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর শিরীণ আকতার চবি’র সম্মানিত সিন্ডিকেট সদস্যবৃন্দের সাথে জরুরি এক আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত গ্রহণ করেন।
এদিকে করোনাভাইরাস প্রতিরোধ করণে লকডাউন চলাকালে চবি প্রশাসন ও চবি পরিবারের সকলের সহযোগিতা কামনা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর শিরীণ আকতার।