নিজস্ব সংবাদদাতা, এনবিটিভি, সুন্দরবন: আমফান ঝড়ে সুন্দরবনে ক্ষতিগ্রস্থ বহু পরিবার। ঘরবাড়ি হারিয়েছেন অনেকেই। ভিটে-মাটি হারিয়ে অনেকেই আশ্রয় নিয়েছে বিভিন্ন সেল্টারে। আবার কারো কারো প্রায় সবই নিঃস্ব হয়ে গেছে। সংকটে পড়েছেন শ্রমজীবি দরিদ্র মানুষ। সেই সব অসহায় মানুষের দুর্দশা সইতে না পেরে সুন্দরবনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়াল হাতিয়াড়া ইউনাইটেড স্পোর্টিং ক্লাব।
সোমবার হাতিয়াড়া ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ধামাখালির ৪ টি গ্রামের ৬০০ পরিবারকে কমিউনিটি কিচেনের ব্যবস্থা করা হয়। হাতিয়াড়া ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের সভাপতি আব্দুর রহিম বলেন, ‘সরকার সাধ্যমতো সাহায্য করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু তার বাইরেও অনেক পরিবার অসহায় হয়ে দিন কাটাচ্ছে। আমারা ক্লাব সংগঠনের তরফে যতটুকু সাধ্য ততটুকু দিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছি।’
এদিন ক্লাব সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক রাজ্জাক মন্ডল, সমাজসেবী নিজাম উদ্দিন সহ প্রমুখরা।