আল্লামা জুবায়েদ বাবুনগরীর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি

আল্লামা জুনায়েদ বাবুনগরী বাতিলের বিরুদ্ধে সর্বদা প্রতিবাদী ছিলেন
– জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী ছিলেন দেশের শীর্ষস্থানীয় বুজুর্গ আলেমদের অন্যতম একজন। আল্লামা জুনায়েদ বাবুনগরী বাতিল ও আল্লাহ বিরোধী শক্তির মোকাবেলায় অত্যন্ত প্রতিবাদী ছিলেন। বিভিন্ন ফেরকায়ে বাতিলার বিরুদ্ধেও ময়দানে কাজ করেছেন তিনি। তিনি হাটহাজারী মাদরাসাসহ বিভিন্ন মাদরাসায় হাদীসের দরস দিয়েছেন সুনামের সাথে। আল্লামা বাবুনগরীর হাজার হাজার ছাত্র ও ভক্ত দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। তার ইন্তেকালে দেশবাসী একজন দীনের মর্দে মুজাহিদকে হারালো। যার অভাব দীর্ঘদিন অনুভুত হবে।

আজ (২১ আগষ্ট ২১) শনিবার বিকেলে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় কার্যবির্বাহী কমিটির মাসিক সভায় সভাপতি বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হেমায়েতুল্লাহ, মুফতি কেফায়েতুল্লাহ কাশফী, সাংগঠনিক সম্পাদক মাওলানা কামালুদ্দিন সিরাজ, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল আজিজ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আশরাফ আলী নুরী, প্রচার সম্পাদক মাওলানা এইচ এম সাইফুল ইসলাম, দফতর সম্পাদক মুফতি আখতারুজ্জামান, মুফতি রফিকুন্নবী হাক্কানী, মুফতি সানা উল্লাহ নুরী, মাওলানা শাহজাহান হাবিবী, মাওলানা রেদওয়ান আহমেদ প্রমুখ।

সভা শেষে আল্লামা জুনায়েদ বাবুনগরীর মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

Latest articles

Related articles