আসামে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১২

আসামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) ভোরে রাজ্যটির গোলাঘাট গ্রামের দেরগাঁওয়ে এই দুর্ঘটনা ঘঠে

 যাত্রীবাহী বাসটি গোলাঘাট জেলার কামারবান্ধা এলাকা থেকে তিলিঙ্গা মন্দিরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বালিজানে ভোর ৫টার দিকে জোড়হাটের দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয় বলে জানিয়েছেন গোলাঘাট জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট রাজেন সিং।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে ১০জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দেরগাঁও সিএইচসিতে পাঠানো হয়েছে। আর আহত ২৭ জন ব্যক্তিকে জোরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে; যাদের মধ্যে দুইজন মারা গেছেন।’

এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Latest articles

Related articles