আতিয়া সুলতানা তাইয়্যিবা
এনবিটিভি নিউজ ডেস্কঃ
ইতিহাসের প্রথম আমেরিকার রাফিয়া আরশাদ নামক এক মুসলিম হিজাবী মহিলা জর্জ হয়েছেন যাকে ইতোমধ্যে প্রত্যেক মুসলিম বিশ্বের নেতারা এবং সকল মুসলিম দেশ থেকে অভিনন্দন জানাচ্ছেন!
তার মা বলেছিলেন, ১৭ বছর আগে তাঁর এক চাকরির ইন্টারভিউতে হিজাব খুলে যেতে না হলে তাঁকে সিলেকশন করবেনা।
রাফিয়া আরশাদ বলেছিলেন আমার পর্দার জন্য আমাকে সিলেকশন না করলেও আমি কষ্ট পাবোনা
কিন্তু দুনিয়ায় সাময়িক চাকরির জন্য ইসলামের মান ক্ষুন্ন হতে দিবোনা।
রাফিয়া আরশাদ সেই ইন্টারভিউতে হিজাবের জন্য সামান্য একটি আইন স্কুলের স্কলারশিপ’টি পায়নি কিন্তু যদিও তিনি আইন বিভাগের ছাত্রী ছিলেন।
কিন্তু আজ ১৭ বছরের আইন অভিজ্ঞতার পর
সে ইতিহাসের প্রথম মুসলিম হিজাবী মহিলা জজ পদে নির্বাচিত হয়েছেন ট্রাম্পের দেশ আমেরিকায়।