চিকিৎসা অবহেলায় মারা গেলেন টেকনাফ উপজেলা জামায়াতের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা ফেরদৌস!

 

স্টাফ রিপোর্টার
Kurshed Mahmud
টেকনাফ উপজেলা।

তীব্র শাসকষ্ট নিয়ে অযত্ন ও অবহেলায় মারা গেছেন টেকনাফ উপজেলার ভাইস চেয়ারম্যান এবং মৌলবীবাজার আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আহমদ জমিরী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি উখিয়ার কুতুপালংয়ে বেসরকারি আন্তর্জাতিক সংস্থা এমএসএফ পরিচালিত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টা ৩৫ মিনিটে মারা যান।

তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভূগছিলেন৷ মৃত্যুর আগে টাইফয়েড রোগ হয়েছিল৷ সর্বশেষ তিনি শ্বাসকষ্ট নিয়ে মারা যান৷

মৃত্যুর আগের দিন তিনি গায়ে জ্বর নিয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

তবে মাওলানা ফেরদৌস আহমদ জমিরীর পরিবারের অভিযোগ, তীব্র শ্বাসকষ্ট নিয়ে তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হতে গিয়েছিলেন। অক্সিজেনের সংকট দেখিয়ে তাকে ভর্তি করা হয়নি। পরে তিনি ফিরে আসেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানেও তাকে ভর্তি করা হয়নি। পরে তিনি এমএসএফ হাসপাতালে ভর্তি হন।

আজ বাদে আছর হ্নীলা মৌলভী বাজারে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

এমএসএফ হাসপাতালে তার করোনা পরীক্ষার জন্য স্যাম্পল নেয়া হয়েছে। তবে করোনা টেস্টের এখনও ফলাফল আসেনি।

Latest articles

Related articles