নদী থেকে ইটভাটার মাটি সংগ্রহ, আটক ২৫

 

এনবিটিভি নিউজ ডেস্ক:
বরিশাল জেলার হিজলা উপজেলায় ইটভাটার জন্য নদী থেকে মাটি কাটার অভিযোগে ২৫ জন শ্রমিককে আটক করেছে বরিশাল নৌপুলিশ। গতকাল রবিবার (১৪ জুন) দুপুরে উপজেলার বড়াজালিয়া ইউনিয়নের দুর্গাপুর এলাকার মাঝেরচরে এ ঘটনা ঘটে।

আটককৃতরা ফরিদ ব্যাপারির ইট ভাটার শ্রমিক। শ্রমিকদের সবার বাড়ি সাতক্ষীরা জেলায় বলে জানা যায়।

গোপন সংবাদের ভিত্তিতে নৌপুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

আটককৃতদের উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে সাজা প্রদান করা হবে বলে নৌপুলিশ জানায়।

Latest articles

Related articles