শিমুল আলী, রিপোর্টার,এনবিটিভি
নাটোরে গাঁজাসহ আমির হোসেন(৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার বিকেল পৌনে চারটার দিকে নাটোর সদর উপজেলার মোমিনপুর এলাকা থেকে ৫শ গ্ৰাম গাঁজাসহ তাকে আটক করা হয়। আটক আমির রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বড় রাঙ্গামাটিয়া এলাকার মফিজুল ইসলামের ছেলে। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনারুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মোমিনপুর মহাবিদ্যালয় এর পূর্ব পাশে অভিযান পরিচালনা করে। এ সময় গাঁজা বিক্রয়কালে আমির হোসেনকে হাতেনাতে আটক করা হয়। আটকের সময় ধস্তাধস্তিতে পড়ে গিয়ে আমির হোসেন সামান্য আহত হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর নাটোর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান আমির হোসেনের বিরুদ্ধে নাটোর এবং রাজশাহীর পুঠিয়া থানায় মাদক মামলা রয়েছে।