স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল বিভাগীয়):
বরিশাল জেলার উজিরপুর উপজেলায় ১৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় গতকাল শনিবার (১৩ জানুয়ারী) বিকেল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সানুহার বন্দরের পার্শ্ববর্তী একটি ব্রীজ থেকে ১৬ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন বামরাইল ইউনিয়নের মোড়াকাঠী গ্রামের সেকেন্দার আলির ছেলে সাইফুল ইসলাম সরদার (৩৫) ও উত্তর মোড়াকাঠী গ্রামের এসকান্দার আলি হাওলাদারের ছেলে, মিরাজ হাওলাদার (৪০)।
উজিরপুর মডেল থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।