মানুষের বিপদের সাথী হয়ে দাঁড়িয়েছে আইমা

আফ্রিদি খান, এনবিটিভি: মানুষ মানুষের জন্য, এটা সবাই জানে কিন্তু মানে কতজন? মানুষ মানুষের পাশে দাঁড়াবে এটা স্বাভাবিক নিয়ম, কিন্তু তা বাস্তবে খুঁজে পাওয়া অনেক কঠিন।তবে এই বাংলায় এক নজিরবিহীন ব্যক্তি ও সংগঠনের পরিচয় খুঁজে পেল দুখী,অসহায় মানুষ। পীরজাদা সৈয়দ রুহুল আমিন ও তার সংগঠন আইমা এই নজিরবিহীন পরিচয় বহন করছেন।

যখনই মানুষ বিপদে পড়ে তখনই পাশে দাঁড়ান, মানুষের বিপদের সাথী হয়ে দাঁড়িয়েছে বারবার।

বাংলা সহ ভারতবর্ষের যেকোনো প্রান্ত থেকে মানুষ যদি তার দুঃখের কথা শোনায় সেখানেই সাহায্যের হাত বাড়িয়ে দেন আইমার কর্ণধার পীরজাদা সৈয়দ রুহুল আমিন।

সেই সাথে সাথে আইমার কর্মীদের মানুষের পাশে দাঁড়ানোর যে অদম্য ইচ্ছা তা বাংলার ইতিহাসে নজিরবিহীন চিত্র দেখা গিয়েছে।।

Latest articles

Related articles