শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

জ্যোতির্ময় মন্ডল, পুর্ব বর্ধমান,এনবিটিভি:
১৬ই জুন তারিখে চীনের সীমান্তে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনাবাহিনীর জোওয়ান শহীদ হয়েছেন ।
তাদের প্রতি শ্রদ্ধা জানাতে ২৪শে জুন বুধবার সন্ধ্যা বেলায়মন্তেস্বর বাজারে একটি মোমবাতি মিছিল হয়, প্রাক্তন ভারতীয় সেনাবাহিনীর জোওয়ানদের সঙ্গে মন্তেস্বর গ্রামের ইস্কুল কলেজের ছাত্রদের নিয়ে মিছিলটি হয় ।নেতৃত্বে ছিলেন প্রাক্তন সেনাবাহিনীর পক্ষ থেকে বাবলু রায়, সন্দীপ মন্ডল, সাধন ঘোষ,ছাত্রদের পক্ষ থেকে মলয় হাজরা, সৌভিক হাজরা, রৌম রেজ।
মিছিল টি গোটা মন্তেস্বর BDO অফিসের সামনে থেকে বের হয়ে গোটা মন্তেস্বর বাজার পরিক্রমা করে।
এক মিনিট নীরবতা পালন করে,শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতি চারন করে মোমবাতি মিছিলটি শেষ করেন। স্মৃতি চারন এর পর প্রাক্তন সেনা বাহিনীর পক্ষ হইতে সন্দীপ মন্ডল, বাবলু রায়, সাধন ঘোষ ও আরও অনেকে।
সন্দীপ কুমার মন্ডল বলেন, লাদাখ সীমান্তে যে ২০জন সেনা শহিদ হয়েছে তাদের আত্মার শান্তির উদ্দেশ্য ও পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য এই মৌন মিছিলের আয়োজন করেন এবং আরও বলেন তানারা চিনা-দের উপর যথেষ্ট পরিমাণে ক্ষুব্ধ।

Latest articles

Related articles