সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় আজাহার আলী(৭০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। নিহত আজাহার উপজেলার কলম মন্ডল পাড়ার আকবর আলীর পুত্র। বৃহষ্পতিবার সকাল ৯টায় নাটোর বগুড়া মহাসড়কের সিংড়ার বাইশা ব্রীজে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভ্যানচালক আজাহার আলী বাইশা ব্রীজের পাশে ভ্যান ওভারটেক করতে গিয়ে রাস্তার রং সাইডে যায়। এসময় নাটোর গামী একটি ট্রাক (যশোর-ট,১১-৩১২৮) মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ভ্যান চালক নিত হন।
এঘটনায় ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ ।
Related articles