সুশান্তের মৃত্যু তদন্তে নয়া মোড়, ফ্ল্যাট থেকে খুঁজে পেল গোপন ডায়েরি

জেসমিনা খাতুন,এনবিটিভি:
গত ১৪ই জুন মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপূত। মাত্র ৩৪ বছর বয়সে অভিনেতার মৃত্যুতে গোটা দেশ অবাক হয়েছিল। তবে ঠিক কি কারণে এই আত্মহত্যার পথ বেঁচে নিলেন অভিনেতা, তা এখনও অজানা। কিন্তু মুম্বাই পুলিশ তদন্ত শুরু করেছে। জানা গেছে অভিনেতার বাড়ি থেকে ৫ টি ডায়েরি উদ্ধার করা হয়েছে। এই ডায়েরিগুলি খতিয়ে দেখছে তদন্তকারী দল, এমনটাই জানা গেছে।
এর পাশাপাশি মৃত্যুর ১০ দিন আগে তিনি কার কার সাথে যোগাযোগ করেছিলেন, কি কি হয়েছিল সমস্ত কিছুই খতিয়ে দেখবে পুলিশ। ইতিমধ্যেই অভিনেতার বন্ধু, পরিবারের লোক, কাজের লোক সহ মোট ৯ জনকে তলব করা হয়েছে। এদের মধ্যে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী আছেন বলে জানা গেছে। এছাড়া সুশান্তের শেষ ছবির পরিচালক মুকেশ ছাবরাকেও জিজ্ঞাসাবাদ করবে মুম্বাই পুলিশ।
মুম্বাই পুলিশ ইন্ড্রাস্টির ৫ প্রযোজনা সংস্থাকে নোটিস পাঠিয়েছে। সূত্রের খবর, বলিউডের প্রভাবশালী কিছু পরিচালক ও প্রযোজকদের থেকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। কিন্তু ঠিক কি কারণে এই প্রতিভাবান অভিনেতা আত্মহত্যার পথ বেছে নিলেন, সেটা নিয়ে পুলিশ এখনও তদন্ত করছে।

Latest articles

Related articles