হাটহাজারীতে কাল আল্লামা আহমদ শফি রহ. জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা

 

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি

আগামীকাল ২রা অক্টোবর, রোজ শুক্রবার, বিকাল ৩ঘটিকায় হাটহাজারী ডাকবাংলো চত্বরে হাটহাজারী ওলামা পরিষদের উদ্যোগে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম দ্বীনি শিক্ষা বিদ্যাপিঠ আল-জামিআতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সাবেক মহাপরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী (রঃ) এর জীবন, কর্ম ও অবদান সম্পর্কে এক বিশাল আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতের সিনিয়র নায়েবে আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজত মহাসচিব শায়খুল হাদীস আল্লামা জুনাইদ বাবুনগরী।বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা জামিয়া রহমানিয়ার শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক।

উক্ত সভায় আরও দেশ বরেণ্য ওলাময়ে কেরামগণ উপস্থিত থাকবেন। এতে আয়োজন কমিটির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দীন মুনির ও সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গির আলম মেহেদী সকলের প্রতি উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

Latest articles

Related articles