“আমি উত্তর প্রদেশের মনীশা বাল্মীকি” তামীমা মল্লিক

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201001-WA0015

“আমি উত্তর প্রদেশের মনীশা বাল্মীকি”

তামীমা মল্লিক

আমি এক ধর্ষিতা নারী,
আমার বেদনা কাউকে বুঝাতে পারবো আমি!!!
খুবলে খেয়েছে আমার দেহ কেটে দিয়েছে জিভ, ভেঙ্গে দিয়েছে আমার শিরদাঁড়া,ঐ নরপশু হায়নার দল।
নারী তো মাংসপিন্ড ওদের কাছে
আর অসহায়,দুর্বল।
কাতরস্বরে করেছিলাম অনুনয় বিনয়,
শোনেনি আমার কথা,
ওদের বিবেক তো আগে ই হয়েছে ক্ষয়।
একে একে করেছে আমায়
পালাক্রমে ধর্ষণ,
আমার চিৎকার শোনেনি তারা
গলেনি তাদের মন।
ঘটনা যখন প্রকাশ্যে আসবে
সব দোষ আমার কাঁধেই দেবে।
আমার না’কি পোষাক ঠিক ছিল না,
শুনে আমি বিস্মিত,হতবাক।
আমি তো বাঙ্গালি নারীর মতই
পরেছিলাম সেদিন কামিজ,সেলোয়ার।
শুধু অন্তর্বাস পরে অর্ধনগ্ন তো হই নি,
কিংবা কাপড় খুলে সম্পূর্ণ নগ্ন!
তবে কেন?
নারী বলে?
দুর্বল বলে?
অসহায় বলে?
পোষাক যদি অশালীন বলে মনে হয়,
বুঝিয়ে কি কেউ বলেছে?
ধর্ষণ হলেই দোষ পোষাকের!
এভাবেই চলেছে!
আমার বেলায় ও তার হয়নি ব্যতিক্রম।
এভাবে আর চলবে কত?
আমি তো ছিলাম না নষ্টা নারীদের মত।
তবে?
মানসিকতার পরিবর্তন কবে হবে?
ধর্ষিত হয়ে ও আমি ধর্মবিদ্বেষী নই,নই নাস্তিক
সবকিছুতেই যাদের ধর্মবিদ্বেষ তাদের জানাই
ধ্বিকার!!
না আমি পুরুষবিদ্বেষী ও নই,
কিছু হায়েনা পুরুষত্বের মানে জানে না।
এই ধর্ষিত নারীকেই তো কাছে
টেনে নিয়েছিল সত্যিকারের পুরুষ,
তার কথায় কর্মে ফিরে পেয়েছি হুঁশ।
. ছোট্ট আসিফা পূজা আজ ও
বিচার পাইনি, আমি ও বিচার পাবো না জানি এই দুনিয়ায়,!

তবুও আমার একটু ও আফসোস নাই।
বিচার দিবসেই হবে বিচার,
উপায় থাকবে না সেদিন বাঁচার।
অপেক্ষায় থাকবো!!!

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর