গত জানুয়ারি মাসে হয়াদরাবাদের সাংসদ তথা অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন বা মিম সুপ্রিমো রাজ্যে এসে সোজা দেখা করতে গিয়েছিল ফুরফুরার পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে। তারপর সাংবাদিকদের জানান, এ রাজ্যের মিম আব্বাস সিদ্দিকীর দেখানো পথেই চলবে। তাই আসাদউদ্দিন ওয়াইসি কোনও মিটিং মিছিল করেননি।
ইতিমধ্যে আব্বাস সিদ্দিকী নতুন দল ঘোষণা করেছেন। তারপর থেকে আব্বাস ঘনিষ্ঠতায় একটু ছেদ পড়ে। মিম বিভিন্ন জেলায় পর্যবেক্ষখ পাঠান। এর ওয়া্িসি নিজেই এ রাজ্যে আসচেণ ২৫ ফেব্রুয়ারি। এই খবর জানা গেছে মিম-এর মুখপাত্র ইমরান সোনালকি সূত্রে। অারও জানা গেছে ওয়াইসি মেটিয়াবুরুজ সহ বেশ কয়েকটি জায়গায় মিটিং করবেন। তবে আব্বাস সিদ্দিকির সঙ্গে যৌথ মিটিং করবেন কিনা জানা যায়নি।