অপরুপ সৌন্দর্য যেন হাতে আঁকানো ছবি বলছি পাইকগাছার শিবসা নদীর তীরে সামাজিক বনায়নের কথা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

inbound1553200222376950601

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি :-পাইকগাছা শিবসা নদীর চরভরাটি জায়গায় গড়ে তোলা হয়েছে ঘন সামাজিক বনায়ন। অপরূপ সৌন্দর্য্য বনটি যেন হাতে আঁকানো ছবির মত। বিকাল হলেই দর্শনার্থীদের ভিড় জমে। আপরুপ সৌন্দর্য্যম‌ন্ডিত জায়গাটি ঘিরে হতে পারে বিনোদনের পার্ক। পৌরসভার শিববাটি ওয়াপদা সড়কের পাশে শিবসা নদীর পাড়ে চোখে পড়ে ঘন গাছপালার সবুজ বন। বনে রয়েছে গোলপাতা, কেওড়া, উড়া, কাঁকড়া, গেওয়াগাছ। পাখির কিচিরমিচির শব্দ ভেসে আসে বন থেকে। এ দেখে মনে হয় সুন্দরবনের একটি অংশ। বন কর্মকর্তার জানান, নদীভাঙ্গন রোধ, ঝড়-জলোচ্ছ্বাস থেকে এলাকা রক্ষা, সরকারি জমি অবৈধ দখলদারমুক্ত রাখা, জীববৈচিত্র্য সংরক্ষণ, পাখির আবাসস্থল গড়ে তোলা, পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য ওই বনায়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয়দের নিয়ে গঠন করা হয়েছে বাতিখালী চর বনায়ন সমিতি। উপজেলার লতা ইউনিয়ান, সোলাদানা ইউনিয়নে, দেলুটি ইউনিয়ন ও গড়ুই খালী ইউনিয়নে বিভিন্ন সমিতি দেখাশুনার করে থাকে। বাতিখালী সমিতির সভাপতি জি এম এম আজহারুল ইসলাম বলেন, নদী ভরাট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তা দখলে নিতে থাকেন প্রভাবশালীরা। তাই

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর